ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ধোঁকা দিতেই মিয়ানমারের সঙ্গে চুক্তি : খসরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২৫ নভেম্বর ২০১৭

জনগণকে ধোঁকা দেওয়ার জন্য রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সরকার চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীশনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় আমীর খসরু বলেন, নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের কিছু পরিকল্পনা ছিল। এরই অংশ হলো মিয়ানমারের সঙ্গে চুক্তি। দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটি করা হয়েছে। চুক্তিতে কতদিনের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে তার কোনো উল্লেখ্ নেই। তিনি বলেন, এটা ওপেন চুক্তি যা অনন্তকাল ধরে চলতে পারে। চুক্তিটা আওয়ামী লীগ সরকারের একটা চাতুরিকতা।

তিনি অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া উপলক্ষে শনিবারের সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের যোগ দিতে বাধ্য করা হয়েছে।

আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং তৈরির দাবি জানিয়ে আমীর খসরু বলেন, ২০১৪ সালের মতো নির্বাচন করার পরিকল্পনা করলে সরকার বড় ভুল করবে। জনগণ এবার একতরফা নির্বাচন প্রতিহত করবে।

/ আর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি