ঢাকা, বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদের মনোনয়ন চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত নজরুল ইসলাম আজাদ স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।

মনোনয়ন প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ বলেন, মনোনয়ন চূড়ান্ত করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আড়াইহাজারবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষ তাকে ভালোবাসেন এবং তাদের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

দলীয় নেতাদের দাবি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নজরুল ইসলাম আজাদ এই আসনে দলের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় নেতৃত্ব।

এদিকে, মনোনয়ন চূড়ান্ত হওয়ায় নারায়ণগঞ্জ-২ আসনে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি