ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নারিকেলের ভেতর ইয়াবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

নারিকেলের ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচারের সময় গ্রেফতার হয়েছে এক মাদক ব্যবসায়ী। মোশারফ হোসেন (২৪) নামের ওই মাদক বিক্রেতাকে শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেফতার করে র‌্যাব-২। তার কাছ থেকে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয।
র‌্যাব জানায়, মোশারফ অভিবন পন্থায় নারিকেলের ভেতর ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রাম থেকে পাচার করে ঢাকায় নিয়ে আসে।
র‌্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মো. রবিউল ইসলাম বলেন, র‌্যাব সদস্যদের দেখে মাদক ব্যবসায়ী মোশারফ আতকে ওঠে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তাকে আটকে ফেলে র‌্যাব সদস্যরা। তার সঙ্গে নারিকেলও ছিল। ওই নারিকেলের গায়ে দাগ দেখে সন্দেহ হলে সেগুলো ভেঙে ভেতর থেকে ১০০টি পলিথিনে পেঁচানো ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আসামি মোশারফ জিজ্ঞাসাবাদে জানায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজধানীতে ইয়াবার চাহিদা বাড়বে। তাই চড়া দামে বেচার জন্য নারিকেলের ভেতরে ইয়াবা ট্যাবলেট ঢাকায় আনে। সে এর আগেও একাধিক চালান রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানায়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি