ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নির্বাচন ঘিরে তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী সংসদ নির্বাচনের ক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই তৎপর হতে শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতোমধ্যে রাজনৈতিক প্রচারণা শুরু করেছে। একই পথে হাঁটছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। থেমে নেই সংসদের বাইরে থাকা দল বিএনপিও।

এদিকে রাজনীতির মাঠে অনেকটাই কোণঠাসা বিএনপি। দীর্ঘদীন ধরে ক্ষমতার বাইরে থাকায় দলটির শক্তি-সামর্থ্যও অনেকটা চ্যালেঞ্জের মুখে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের তফসিল ঘোষণার পরই দলটি চাঙ্গা হয়ে ওঠে। আগামী সংসদ নির্বাচন ঘিরে দলটির মধ্যে নতুন করে প্রাণচঞ্চলতা ফিরে আসে। তবে সংবিধানের আওতায় বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপির কিছু আপত্তি রয়েছে। তাই দলটি নির্বাচনে আসবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিলেও দলটিকে অবশ্যই এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন কমিশন থেকে নেওয়া বিএনপির নিবন্ধন বাতিল হতে পারে। এই শঙ্কায় দলটি এবার নির্বাচন বয়কট করতে চাইবে না। তাই, রাজনৈতিকভাবে বিএনপিও দল গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি প্রধান খালেদা জিয়াসহ দলের হাই কমান্ড যাই বলুক না কেন, দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নির্বাচন পূর্ববর্তী দলটির কর্মকাণ্ড অনেকটাই নির্ভর করছে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার ওপর।

চলতি বছরের নভেম্বর মাস থেকে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আগাম নির্বাচনেরও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত ডিসেম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগাম নির্বাচন হলেও প্রস্তুত তার দল। তবে আওয়ামী লীগ আগাম নির্বাচন দেবে কি না, সেটা নির্ভর করছে বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের ওপর।

এদিকে আওয়ামী লীগের নেতারা চলতি বছরের শুরু থেকেই মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, ইতোমধ্যে যারা প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্বাচনে মনোনয়নের গ্রিন কার্ড পেয়েছেন, তারা ছুটছেন নিজ নিজ এলাকায়।

অন্যদিকে দলের নজর কাড়তে অনেকেই রাজধানী ঢাকাসহ নিজ নিজ এলাকায় ব্যানার ফেস্টুনে নির্বাচনে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন। কেউ কেউ তুলে ধরছেন তাদের উন্নয়নের চিত্র। অনেকেই আবার দলের দুর্দিনে নিজেদের ভূমিকা নিয়ে হাজির হচ্ছেন কেন্দ্রে। তবে এ ক্ষেত্রে এগিয়ে আছে ব্যবসায়ীরা। রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, আগামী নির্বাচনের ভোট চেয়ে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের পরই আওয়ামী রাজনীতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। সিলেট সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ। এরপরই দেশের অন্যান্য জেলায় তোড়জোর শুরু করে দলের স্থানীয় নেতারা। কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে, খুব শিগগিরই সারা দেশে ভোট প্রচারণায় নামবেন আওয়ামী লীগের সভানেত্রী।

অন্যদিকে বিএনপিও বসে নেই। রাজধানী ঢাকাসহ তৃণমূলে দল গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে দলটি। এরইমধ্যে সিলেট সফর করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে খালেদার সফরকে রাজনৈতিক সফর হিসেবে স্বীকার না করলেও তার সফরে সিলেটের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করে দলটির শীর্ষ পর্যায়। এদিকে সরকারের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে বলে দলটি অভিযোগ করলেও নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দলটি।

এদিকে শুধু আওয়ামী লীগ বা বিএনপি-ই নয় জাতীয় পার্টিও আছে রাজনৈতিক ময়দানে। রংপুর সিটি করপোরেশনে বিপুল ভোটে জয়ী হয়ে দলটির আত্মবিশ্বাস তুমুলভাবে বেড়ে গেছে। এরইমধ্যে দলটির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষণা করেছেন, আগামী সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনেই প্রার্থী দেবেন। গত ৩১ জানুয়ারি ঠাকুগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় খামার বাড়ি পরির্দশনে এসে পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এ কথা বলেন।

রাজনৈতিক ময়দানে উত্তপ্ততা ছড়ানোর পাশাপাশি জনগণের মধ্যেও ভোট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। গত নির্বাচনে নিরুত্তাপ ভোটের পর এবারের নির্বাচন সব দলের অংশগ্রহণে হতে যাচ্ছে, এমন সম্ভাবনায় জনগণের মধ্যে ভোট নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন-খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় সব মিলিয়ে চায়ের কাপেও উঠছে ঝড়।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি