ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নেইমারের পাশে দাঁড়ালেন রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৪২, ৫ জুলাই ২০১৮

মাঠে প্রতিপক্ষের ট্যাকলে নেইমারের বারবার পড়ে যাওয়া নিয়ে সমালোচনা চলছেই। তবে নিন্দুকদের এসব কথা পাত্তা দিচ্ছেন না ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো। তবে সমালোচকদের এসব কথা পাত্তা দিচ্ছেন না রোনালদো। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি কিন্তু তার উত্তরসূরির পাশেই দাঁড়াচ্ছেন।

বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত চার ম্যাচ খেলেছে ব্রাজিল। এ চার ম্যাচে নেইমারের বিপক্ষে ‘ডাইভ’ দেওয়া আর ‘অভিনয়’ করার অভিযোগ তুলেছেন সমালোচক থেকে সাবেকরা। ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড অ্যালান শিয়েরার যেমন মাঠে নেইমারের এই আচরণকে ‘একেবারই যাচ্ছেতাই’ বলেছেন। কিন্তু রোনালদোর চোখে এসব সমালোচনা ‘অর্থহীন’।

২০০২ বিশ্বকাপজয়ী তারকার যুক্তি, ফুটবল দেখার অনেক দৃষ্টিভঙ্গি আছে। আমি এসব মতামতের বিপক্ষে (নেইমারের অভিনয় নিয়ে)। সে বুদ্ধিমান খেলোয়াড়। বল নিয়ে মুভ করার সময় ট্যাকল থেকে কীভাবে বাঁচতে হয়, তা সে জানে। রেফারিরা তাকে সুরক্ষায় তার প্রতি বেশি খেয়াল রাখছেন বলে আমি মনে করি না। সবাই যখন আমাকে বারবার আঘাত করবে, তখন ব্যাপারটা আমার কাছে অবিচার মনে হবেই। এসব সমালোচনা অর্থহীন।

কোয়ার্টার ফাইনালে কাল বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে গড়াবে এ ম্যাচ।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি