পাপোস তৈরির কারখানা গড়ে স্বাবলম্বী নারী (ভিডিও)
প্রকাশিত : ১০:২৯, ৭ মে ২০১৮ | আপডেট: ১২:১২, ১০ মে ২০১৮
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাপোস তৈরির কারখানা গড়ে স্বাবলম্বী হয়েছেন আত্মপ্রত্যয়ী নারী ফাতেমা বেগম। অন্যদেরও আয়ের পথ দেখিয়েছেন তিনি। ফাতেমা বলছেন, সহজ শর্তে ঋণ আর বিপনন ব্যবস্থা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান হবে অনেক মানুষের।
অভাবের সংসার ছেড়ে স্বামী ভারতে চলে যাওয়ার পর অসহায় হয়ে পড়েন ঠাকুরগাঁওয়ের ফাতেমা বেগম। পরে ঢাকায় পাপোস তৈরির কাজ শেখেন তিনি। ২০০৪ সালে ৪টি তাঁত বসিয়ে শুরু হয় ফাতেমার উদ্যোক্তা হওয়ার লড়াই। কয়েক বছরের মধ্যেই ব্যাপক উন্নতি হতে থাকে ব্যবসায়।
ফাতেমার পাপোস তৈরির কারখানায় এখন তাঁত ৪৫টি। এখানে কর্মসংস্থান হয়েছে শতাধিক নারীর।
ফাতেমার অনন্য উদ্যোগে উৎসাহী হয়ে আরো অনেকে গড়ে তুলেছেন পাপোস তৈরির কারখানা। এখানে তৈরি পাপোস, ওয়ালম্যাট, কার্পেট, জায়নামাজসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে ঢাকাসহ দেশের বাইরেও। উদ্যোক্তারা বলছেন, সুতা ও ঝুটের দাম বেশি হওয়ায় প্রত্যাশিত লাভ হচ্ছে না। এই শিল্পের বিকাশে স্বল্প সুদে ঋণ দেয়ার দাবি জানিয়েছেন তারা।
এই শিল্পের উদ্যোক্তাদের সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
সরকারি সহযোগিতা আর প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি নারী প্রগতিতেও অনন্য অবদান রাখতে পারবে ঠাকুরগাঁওয়ের পাপোস শিল্প।
আরও পড়ুন






![বাসক পাতা চাষে ভাগ্য ফিরেছে দেড়শো পরিবারের [ভিডিও] বাসক পাতা চাষে ভাগ্য ফিরেছে দেড়শো পরিবারের [ভিডিও]](https://www.ekushey-tv.com/media/imgAll/2019January/SM/Bashok-Pata20190121083854.jpg)



