ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

পুলিশ বাহিনীর আধুনিকায়নে আওয়ামী লীগ সরকার

আরিফা রহমান রুমা

প্রকাশিত : ১৭:৫৫, ৮ আগস্ট ২০২৩

বর্তমানে পুলিশের মোট জনবল ২ লক্ষ ১২ হাজার ৮৬৬ জন-বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট জনবল ২ লক্ষ ১২ হাজার ৮৬৬ জন, যার মধ্যে নারী পুলিশের সংখ্যা ১৫ হাজার ২৩৩ জন। 

আওয়ামী লীগ সরকার পুলিশের কল্যাণে যা যা করেছি তার এক ঝলক চলুন দেখি —
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবস্থান বিশ্বে চতুর্থ - এ পর্যন্ত ১৬ হাজার ২৭২ জন পুলিশ সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের অবস্থান বিশ্বে চতুর্থ।

জাতীয় জরুরী সেবা ৯৯৯- 
পুলিশ বাহিনী “ জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসাবে সেবা প্রদান করছে। গত অর্থবছরে “৯৯৯” এর মাধ্যমে ৮৫ লক্ষ ৫১ হাজার ৮৩৮ টি কলের বিপরীতে ৩ লক্ষ ২৮ হাজার জনকে এ্যাম্বুলেন্স , ফায়ার সার্ভিস ও আইনগত সেবা প্রদান করা হয়েছে।

নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক - বাংলাদেশ পুলিশের সকল থানায় নারী , শিশু , বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশে সেবা প্রদানের লক্ষ্যে স্থাপিত “ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক হতে ২ লক্ষ ৯ হাজার ৩৪৯ জন নির্যাতিত নারী ও শিশুদের বিশেষায়িত সেবা সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে পরিচালিত ৮ টি ভিকটিম সাপোর্ট সেন্টার হতে ১ হাজার ৪৫৯ জন এবং ৮৮ টি নারী সহায়তা কেন্দ্র গুলো হতে মোট ৭৯ হাজার ৫০৯ জন ভিকটিম বিভিন্ন আইনগত , চিকিৎসা , মানবিক ও অন্যান্য সেবা/সহায়তা গ্রহন করেছেন। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সংবাদ/ অভিযোগের মধ্যে ২১৬টির বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিভিন্ন মন্ত্রনালয়/ সংস্থা হতে প্রাপ্ত বা পত্রিকায় প্রকাশিত ২৬৯টি সংবাদ/ অভিযোগের মধ্যে ২১৬টির বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ৫৩টির বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। 

মানবপাচার প্রতিরোধ ও দমন - মানবপাচার প্রতিরোধ ও দমনের লক্ষ্যে  মানব প্রতিরোধ ও দমন আইন ২০১২ সারাদেশে কঠোরভাবে প্রয়োগ অব্যাহত আছে। ২০২১-২২ অর্থবছরে দেশের থানাগুলোতে মানবপাচারের অপরাধে ২ হাজার ৯৮৪ জন আসামীর বিরুদ্ধে ৬৩২টি মামলা দায়ের হয়েছে এবং একই সময়ে ৪ হাজার ৮৭ টি মামলার তদন্ত নিষ্পত্তি করা হয়েছে। 

ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা ডিজিটালাইজেশন- ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা ডিজিটালাইজেশনের লক্ষ্যে মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা অনুসারে সারাদেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংরক্ষন, মনিটরিং ও প্রতিরোধের ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে Software ভিত্তিক কার্যক্রম গৃহিত হয়েছে। 

মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ- মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ কর্তৃক জুলাই ২০২১ হতে জুন ২০২২ মেয়াদে স্পিডগান ব্যবহার করে বিভিন্ন যানবাহন ও চালকের বিরুদ্ধে ১৫ হাজার ৫৮৯টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। Radio Frequency Identification (RFD) ব্যবহার করে ১৩ হাজার ১৮৮টিসহ মোট ১ লক্ষ ২৪ হাজার ৯৩২টি প্রসিকিউশন দাখিলের মাধ্যমে প্রায় ৩২ কোটি ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৭৪ হাজার ৬৯ টি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত যানবাহন অপসারণ/আটক করা হয়েছে।

১  হাজার ২৬৪ টি পুলিশ অফিসে নেটওয়ার্ক কানেকটিভিটি স্থাপন- ইনফো সরকার প্রকল্প- ৩ এর আওতায় ১ হাজার ২৬৪ টি পুলিশ অফিসে নেটওয়ার্ক কানেকটিভিটি স্থাপন ও ভিপিএন কনফিগারেশনের কাজ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ পুলিশের সকল ডিজিটাল সার্ভিসসমুহ - বাংলাদেশ পুলিশের সকল ডিজিটাল সার্ভিসসমুহ যেমন বাংলাদেশ পুলিশ ওয়েবপেইজ, সিআইএমএস , সিডিএমএস, পিআইএমএস , জরুরী সেবা - ৯৯৯ , ভিডিও কনফারেন্সি সিস্টেম অনলাইন - জিডি, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম , বিডি পুলিশ হেল্প লাইন, আরএমএস ইত্যাদির ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত আধুনিক ডাটা সেন্টার- বাংলাদেশ পুলিশের জন্য কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, নিরাপদ , আধুনিক ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে যার ফলে বাংলাদেশ পুলিশ কর্তৃক অধিকতর কার্যকর, দক্ষ পরিসেবা নিশ্চিত করা হচ্ছে। উক্ত ডাটা সেন্টারের মাধ্যমে অপরাধ বিষয়ক তথ্যসহ অন্যান্য পুলিশি তথ্য এবং আইটি এ্যাপ্লিকেশনের জন্য নির্ভরযোগ্য হোস্টিং সুবিধা পাওয়া যাচ্ছে। 

রাঙ্গামাটি জেলায় ডিআইজি সদর দপ্তর-পার্বত্য শান্তিচুক্তির আওতায় বাংলাদেশ শান্তিবাহিনীর ছেড়ে আসা ক্যাম্পসমুহে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) নিয়োজিতকরণের লক্ষ্যে ইতোমধ্যে রাঙ্গামাটি জেলায় ডিআইজি সদর দপ্তরসহ তিন পার্বত্য জেলায় ৩ টি এপিবিএন এবং প্রতি জেলায় ১ টি করে মোট ৩টি ক্যাম্পের কার্যক্রম চালু করা হয়েছে।

এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, অ্যান্টি টেরোরিজম ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ বেশ কয়েকটি রেঞ্জ, মেট্রোপলিটন ইউনিট, সাইবার পুলিশ সেন্টার, ব্যাটালিয়ন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি গঠন করা হয়েছে।

সূত্র-আরিফা রহমান রুমার ফেসবুকে থেকে নেয়া। 
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি