ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৬ নভেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১' পাওয়ায় আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার সকালে মিছিলটি দোয়েল চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বসভায় বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। শুধু এদেশে নয়, তিনি পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রে রাজনীতির মডেল হিসেবে পরিচিত।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য খাদ্যের নিশ্চয়তা ও ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তাঁকে উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করায় উইটসার মহাসচিবকে আন্তরিক ধন্যবাদ জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ ও উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নির্মল কুমার চ্যাটার্জী, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, আবদুল আলিম বেপারী, সৈয়দ নাসির উদ্দিন, অ্যাডঃ কাজী শাহানারা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু, আবিদ আল হাসানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি