ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ইস্যু

প্রধানমন্ত্রীর কূটনীতিতে বিশ্ববাসী ঐক্যবদ্ধ: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২০:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর কূটনীতির কারণে রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব জেগে উঠেছে। সারা দেশের মানুষ এখন এই ইস্যুতে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে নাসিম এ কথা বলেন।


বিএনপির জাতীয় ঐক্যের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণে সারা দুনিয়া আজ জেগে উঠেছে। বিএনপি কী বলল, তাতে আমাদের কিছু আসে-যায় না। দেশবাসী শেখ হাসিনার সঙ্গে আছে, থাকবে। ঐক্যবদ্ধভাবেই আছে। এর চেয়ে বড় ঐক্য আর হয় না। ঐক্যের বড় দৃষ্টান্ত আজ এখানে হচ্ছে।


মিয়ানমারের নেত্রী অং সান সু চির জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র বলেন, সু চি মানবতার পক্ষে নয় বরং সামরিক শক্তির পক্ষে দাঁড়িয়েছেন।


সভায় জোটের নেতারা মিয়ানমারের জাতির উদ্দেশে দেওয়া সু চির বক্তব্যের সমালোচনা করেন। তাঁরা রোহিঙ্গাদের তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


মোহাম্মদ নামিস বলেন, সেনাবাহিনী মিয়ানমারের নিরীহ মানুষকে হত্যা করছে। তারা শুধু মিয়ানমারের রোহিঙ্গাদের নয়, বৌদ্ধ ভিক্ষুদেরও হত্যা করছে। সাধারণ মানুষকে হত্যা করছে। ১৪ দল এই হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানায়। বিশ্ববিবেক জেগে উঠবে এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি