ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তাসনিম জারা। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় কমিশন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি