ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ফের সিএমএইচে ভর্তি রওশন এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ২৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ ফের গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

গত (২৩ অক্টোবর) শনিবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।

রওশন পুত্র সাদ এরশাদ গণমাধ্যমকে বলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। এক দিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে।’

অপর এক সূত্র জানিয়েছে, রওশন এরশাদের অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়া পাকস্থলীতে গ্যাসের সমস্যাসহ রয়েছে নানান রোগ। তিনি অনেক আগে থেকেই একা চলাফেরা করতে পারতেন না।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি