ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর আদর্শ আর দেশপ্রেম তরুণ প্রজন্মের মূলমন্ত্র (ভিডিও)

আকবর হোসেন সুমন

প্রকাশিত : ১২:৪৫, ২৩ আগস্ট ২০২১ | আপডেট: ১১:৪৬, ২৪ আগস্ট ২০২১

অদম্য সাহসের দুরন্ত নাম শেখ মুজিব। কুসংস্কার, ধর্মান্ধতা আর সাম্প্রদায়িতার বিরুদ্ধে প্রতিবাদের নাম শেখ মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, আত্মত্যাগ আর দেশপ্রেম- তরুণ প্রজন্মের কাছে লক্ষ্য অর্জনের মূলমন্ত্র। সাহসী তারুণ্যের চোখে বঙ্গবন্ধুই বাঙালি জাতির ত্রাতা। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মই কাঁধে তুলে নিতে চায় দায়িত্ব।

মহান মুক্তিযুদ্ধের হিরন্ময় হাতিয়ার একাত্তরের তরুণপ্রাণ মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা নিজেদের সমর্পণ করেছিলো যুদ্ধক্ষেত্রে। গোলাবারুদে, বুলেটে, গ্রেনেডের সাথে অদ্যম্য মনোবলের রসদে করেছিল শত্রুর মোকাবেলা; ছিনিয়ে এনেছিলো লাল সবুজের পতাকা।

বঙ্গবন্ধুই ছিলেন তরুণদের সাহসের বাতিঘর। সদ্যস্বাধীন দেশে তারুণ্যের শক্তিতে ভর করেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে লালসবুজের ভূখণ্ড নির্মাণে হাত দেন মুক্তির মহানায়ক। অথচ মাত্র সাড়ে ৩ বছরের মাথায় সমৃদ্ধ-সুখী এই দেশ গড়ার স্বপ্ন থামিয়ে দেয় ঘাতকের বুলেট। 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রজন্মও জাতির পিতার স্বপ্নকে লালন করে। এই দুর্জয় তারুণ্যই আজ বিশ্বে তুলে ধরছে বাংলাদেশকে। 

ক্রিকেট তারকা জাহানারা আলম বলেন, বঙ্গবন্ধুর সকল কথার মধ্যে একটি কথা আমার মনে খুব বেশি দাগ লাগে। সেটা হচ্ছে ‘বাঙালিকে দাবায়ে রাখতে পারবে না’। আর আমিও মনে করি, আমরা যদি সঠিক পরিশ্রম করি তাহলে সকল বাধা-বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবো, ইনশাল্লাহ।

স্বাধীন দেশের তরুণ প্রজন্ম মনে করে, জাতির পিতার দিকনির্দেশনাই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুনোর মন্ত্র। 

চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি বলেন, একজন নির্মাতার কাছে, একজন গল্পকারের কাছে বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের শিকড়ের গল্প। বঙ্গবন্ধুর ওই গল্পটা যেটা ছাড়া বাংলাদেশের গল্পের কোন তুলনা নাই। তরুণ প্রজন্ম যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, বাংলাদেশকে সাড়া পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে চায় তাহলে তাকে বাংলাদেশের জন্মটা জানতে, স্বাধীন বাংলাদেশের রূপকারকে চিনতে হবে। সেটা হচ্ছে বঙ্গবন্ধু। 

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের রূপকার কন্যা শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণে অগ্রযাত্রার পথে শামিল হতে চায় লাল-সবুজ প্রজন্ম। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি