ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে চলছে টালবাহানা (ভিডিও)

মুহাম্মদ নূরন নবী

প্রকাশিত : ১১:৩৪, ৬ আগস্ট ২০২৩

ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার খুব কাছাকাছি পৌঁছেছিল সরকার। বাইডেনের আমলে বদলে গেছে মার্কিন প্রশাসনের সেই অবস্থান; ফিরিয়ে দিতে চলছে টালবাহানা। সম্ভবত তাকে রাজনৈতিক আশ্রয়ও দিয়েছে দেশটি- এসব জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিকে, আরেক পলাতক নূর চৌধুরীর বিষয়ে কানাডার আদালত বাংলাদেশের পক্ষে রায় দিলেও এই খুনীর তথ্য জানাতে বিলম্ব করছে দেশটি। 

বাঙালি জাতির একটি কলঙ্কজনক কালো অধ্যায় পচাঁত্তরের পনেরো-ই আগস্ট। কিছু ঘাতক কুলাঙ্গারের হাতে নিজ বাড়িতে স্বপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আদালতের রায়ে ইতিহাসের ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডে জড়িত ৫ জনের ২০১০ সালে ও ২০২০-এ আরও ১ ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। পলাতক অবস্থায় একজনের স্বাভাবিক মৃত্যুর পর, বাকি ৫ জন এখনও ধরাছোঁয়ার বাইরে। এদের মধ্যে ৩ জনের কোন হদিসই নেই; ২ জন কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।  

কানাডায় নূর চৌধুরী রাজনৈতিক আশ্রয় না কি গ্রেফতার কোন অবস্থানে আছে জানতে আইন মেনেই মামলা করে বাংলাদেশ সরকার। আদালত তথ্য প্রদানের নির্দেশ দিলেও সময়ক্ষেপণ করছে দেশটি। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “এটা নিয়ে মামলা করেছিলাম, সেখানে প্রাথমিকভাবে আমাদের বিজয় হয়েছে। কানাডা আদালত সরকারকে বলেছে তথ্য-উপাত্ত দেবার জন্য। সেটাতে সময়ক্ষেপণ করছে কানাডা সরকার।  এই মামলায় যে খরচ হয়েছে সেটাও কানাডা সরকারকে দেয়ার জন্য বলা হয়েছে।”

ফাঁসি অবৈধ না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হতাশাজনক। আগেও এক খুনিকে ফেরত দিলেও রাশেদ চৌধুরীর ক্ষেত্রে বেঁকে বসেছে দেশটি। 

শাহরিয়ার আলম বলেন, “আগের সরকারের আমলে অনেক দূর অগ্রগতি হয়েছিল, ফেরত দেয়ার তারিখ নির্ধারণ পর্যায়ে ছিল। আমরা যেটা জেনেছি, রাশেদ চৌধুরী সেখানে অ্যাসালাইম চেয়েছিল, সম্ভবত তাকে অ্যাসালাইম দেয়া হয়েছে।”

এই আত্মস্বীকৃত খুনীর ফেরতের বিষয়টিকে এ্যার্টনী জেনারেল কার্যালয়ের এখতিয়ার বলে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অথচ, এই আইন কর্মকর্তার কার্যালয়ের সাথে যোগাযোগেরই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ইদানিং যেটা বলছে সেটা আরও বড় হতাশার জায়গা। সেটি হচ্ছে, তারা বলছে এ্যার্টনী জেনারেলের এক্তিয়ারভুক্ত বিষয়ে আমাদের বেশি কিছু করার নেই। একজন অপরাধীকে তাদের দেশের মাটিতে অবাধে বিচরণ করতে দেয়ার কারণে তাদের যে ইমেজ কিন্তু তাকে ফিরিয়ে দিলে সেই ইমেজটি অনেক ভালো হবে।”

প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলছেন, এসব দেশ সবসময় আইনের শাসনের কথা বলে অথচ খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যায়। 

শাহরিয়ার আলম বলেন, “রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটি ভিন্ন মাত্রায় যাবে।”

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি