ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি কাজি নেয়ামুল বশীরের নেতৃত্বে নেতৃবন্দ ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের সময়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, প্রেসিডিয়াম মেম্বার মো. মনিরুজ্জামান, তানভীর আলাদিন, মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো মহিউদ্দীন মাহমুদ বাবলু ও মো. হাবিবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক  মো. শাহজাহান আখন্দসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মো. রাইয়ানুল হক চঞ্চল, শরিফ রহমান, সনিয়া আক্তার, সৈয়দা রাণী মোসাম্মত সুমি আক্তার, ডা. জি এম মইনুদ্দীন, মো. রাজীব মিয়া প্রমুখ।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি