ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী: সুপ্রিমকোর্টে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:৪৯, ১৪ আগস্ট ২০১৯

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সুপ্রিমকোর্টে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, আইনজীবীগণ এবং সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে সকাল ৮টায় পবিত্র কোরআন খতম, সকাল ১০টা ২০ মিনিটে দোয়া ও মোনাজাত এবং সাড়ে ১০টা থেকে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন। সুপ্রিমকোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি