ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে স্বাচিপের শ্রদ্ধা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ৮ আগস্ট ২০২৩ | আপডেট: ১৬:৪২, ৮ আগস্ট ২০২৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটি ও স্বাচিপের বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দসহ স্বাধীন বাংলার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি স্থল গোপালগঞ্ছ জেলার টুঙ্গিপাড়ায় আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ করেছেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিব এর সমাধিতে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ প্রতিষ্ঠিত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নেতাকর্মীদের নিয়ে শপথ গ্রহণ করেন।

জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ কতৃক টুঙ্গিপাড়াস্থ জি.টি হাইস্কুল মাঠে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ফ্রি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও সভা সঞ্চালনা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্ছ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারন সম্পাদক জি.এম শাহাবুদ্দিন আজমসহ গোপালগঞ্ছ জেলা ও পৌর আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী সভার শুরুতেই ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী সকল শহীদদের শ্রদ্ধাসহ স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আগামী নির্বাচনে আবার জননেত্রী বঙ্গরত্ন শেখ হাসিনাকে জয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। 

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন গোপালগঞ্ছ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে ১৪ বিভাগের প্রায় ১৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সম্পন্ন হওয়া এই ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে প্রায় ১০০০ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ সামগ্রী গ্রহণ করেছেন।
কেআই//  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি