ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বনশ্রীতে গৃহকর্মীর লাশ : হত্যাসহ দুটি মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৮, ৮ আগস্ট ২০১৭

গৃহকর্মীর লাশ উদ্ধারের পর শুক্রবার বনশ্রী এলাকায় স্থানীয়দের বিক্ষোভ

গৃহকর্মীর লাশ উদ্ধারের পর শুক্রবার বনশ্রী এলাকায় স্থানীয়দের বিক্ষোভ

রাজধানীর বনশ্রী এলাকায় গৃহকর্মী লাইলী বেগমের রহস্যজনক মৃত্যু, হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার গৃহকর্তা মইনুদ্দিন ও বাড়ির তত্ত্বাবধায়ক টিপুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
খিলগাঁও থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে একটি হত্যা মামলা ও হামলা-ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা হয়।
শুক্রবার বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কে একটি বাসায় গৃহকর্মী লাইলী বেগমের (২৫) লাশ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়। লাইলীকে হত্যার অভিযোগ এনে তাঁর পরিবার ও এলাকার বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িতে হামলা চালায় ও সড়কে গাড়ি ভাঙচুর করে। দফায় দফায় পুলিশের সঙ্গে স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা ফাঁকা গুলি ছোড়ে। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
লাইলীর জা শাহনাজ পুলিশের কাছে অভিযোগ করেন, লাইলীকে হত্যা করা হয়েছে। গৃহকর্তা মইনুদ্দিন বলছেন, লাইলী বাসায় কাজ করতে আসার পর বাড়ির একটি ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে দরজার ছিটকিনি ভেঙে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাইলীকে পাওয়া যায়।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি