ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বরগুনা ও পটুয়াখালী জেলা যুবলীগের কমিটি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বরগুনা ও পটুয়াখালী জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 

রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মহিনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বরগুনা জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি মধ্যে থেকে ২৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।

মো. রেজাউল করিম এ্যাটমকে সভাপতি ও মো. আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে এই কমিটিতে।

অন্যদিকে পটুয়াখী জেলা কমিটির ২১ জনের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে অ্যাডভোকেট সহিদুল ইসলামকে সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দুই কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শূণ্য পদ পূরণ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতবছরের ২০ ডিসেম্বর এই দুই জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি