ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বসার ভঙ্গীই বলে দেবে আপনার সম্পর্কে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৪৩, ৮ এপ্রিল ২০১৮

প্রতিটি মানুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তবে এটা নির্ধারণ করা কঠিন। কোন মানুষ কেমন স্বভাবের এটা বলা বা নির্ধারণ করা বেশ কঠিন। তবে, একজন মানুষের সঙ্গে আরকেজন মানুষের পছন্দ-অপছন্দর ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। বসার কায়দাতেও রয়েছে বৈচিত্র। কেউ পা ছড়িয়ে বসতে পছন্দ করেন, কেউ পা গুটিয়ে, কেউ আবার পায়ের উপর পা তুলে ছাড়া বসতেই পারেন না। পছন্দের এই বসার ভঙ্গীই মানুষের সম্পর্কে অনেক কথা জানিয়ে দেয়।

১) সোজাভাবে যারা বসেন খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এদেরে মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা আবার খুব পরোপকারীও হন। হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্য সচেতন হন এরা। সেই জন্যই সোজা হয়ে বসেন যাতে পরে পিঠের সমস্যায় ভুগতে না হয়।

২) একটু পিছনের দিকে হেলে বসতে পছন্দ করেন? সময় নিয়ে সমস্ত কাজ করতে ভালোবাসেন আপনি। খুবই আবেগপ্রবণ ও স্পর্শকাতর। আবেগের বসেই জীবনের সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।

৩) সামনের দিকে ঝুকে যারা বসতে ভালোবাসেন তারা কৌতূহলী চরিত্রের হয়ে থাকেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে, অজানা বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন। এরা খুব সহজেই মানুষের মন জয় করে নেন।

৪) দুই পা জোড়া করে বসতে অনেকেরই পছন্দের। এমন মানুষরা পারফেকশনিস্ট। বাহ্যিকভাবে এমন মানুষদের কঠিন স্বভাবের মনে হতে পারে। কিন্তু এরা খুবই আন্তরিক ও দয়াপ্রবণ হয়ে থাকেন।

৫) দুই পা ক্রস করে বসে থাকেন অনেকে। এমন মানুষরা সবকিছুতে কতৃত্ব করতে খুব ভালোবাসেন। এরা সমস্ত কিছু জানতে চান। আর সমস্ত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন।

৬) পায়ের ওপর পা তুলে বসা মানেই বাবুয়ানির লক্ষণ হিসেবে দেখা হয়। তবে এমনভাবে যারা বসেন তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। এমন মানুষরা নিজেদের মধ্যে থাকতেই ভালোবাসেন।

৭) দুই হাত ক্রস করে বসা ব্যক্তি অবশ্য বেশ আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এমন মানুষরা সহজে হাসেন না। আর মানুষের সঙ্গে মিশতেও এদের সময় লাগে।

৮) দুই হাত পায়ের ভিতরে গুজে বসেন? তাহলে আপনি বেশ স্পর্শকাতর। অন্যের মনের কথা বুঝতে পারেন। তাদের সাহায্যও করেন। তবে আপনি আবার একটু লাজুকও বটে। আত্মবিশ্বাসের অভাবও রয়েছে।

৯) হাঁটুর ওপর হাত রেখে বসা মানুষরা আবার বেশ বোল্ড হন। নিজের মত প্রকাশ করতে কখনও ভয় পান না। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা কেমন করে করতে হয় তা ভালই জানেন এরা।

১০) দুই হাত এক করে কোলে নিয়ে বসেন অনেকে। এমন মানুষরা ভালো বন্ধু হয়ে থাকেন। আবার খুবই আবেগপ্রবণও। বাঁচার নেশায় বুঁদ থাকেন এরা। আর কাছের মানুষের মুখে হাসি দেখতে চান।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি