ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে আসবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:২১, ২৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সকালে বানানীতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। এসময় এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী ইতিমধ্যে নির্বাচিত করে ফেলেছে। ঈদের পর দলকে সুসংগঠিত করতে এবং নির্বাচনী প্রস্তুতি নিতে জেলায় জেলায় সফর করার কথাও জানান তিনি। এসময় বিরোধী দলের নেতা রওশন এরশাদও উপস্থিত ছিলেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি