ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বারিধারায় ভবনে আগুন

প্রকাশিত : ১২:০০, ৫ এপ্রিল ২০১৯

এবার বারিধারা এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৭টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, বারিধারার সোহরাওয়ার্দী এভিনিউয়ের ওই ভবনের সিঁড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলেননি তিনি। এর আগে গত ২৮ মার্চ গুলশানের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের মধ্যে হাসপাতালে আরো একজন মারা যান।

এ ঘটনার দুদিন পরই ৩০ মার্চ গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্কেটের প্রায় আড়াইশ’ ব্যবসায়ী সর্বস্বান্ত হন।

 

 

 টিআর/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি