ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বাড়িতেই বানিয়ে ফেলুন খেজুর গুড়ের রসগোল্লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ২১ নভেম্বর ২০২২

শীতের শুরুতেই কদর বেড়েছে ‘খেজুর গুড়ের। বাজারে এখন খেজুর গুড় অল্প অল্প পাওয়া যায়। এই গুড় দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করা যায়। তার মধ্যে একটি হলো খেজুর গুড়ের রসগোল্লা।

মুখে দিলেই গলে যাওয়া খেজুর গুড়ের রসগোল্লা নিজেই তৈরি করে নিতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক খেজুর গুড়ের রসগোল্লা তৈরির রেসিপিটি-

উপকরণ: ৫০০ গ্রাম ছানা, ২৫০গ্রাম গুড়।

প্রণালী: দুধ থেকে ছানা করে তার থেকে ভালো করে পানি ঝরিয়ে নিন। ছানা একটি থালায় ছড়িয়ে হাতের তালু সাহায্যে খুব ভালো করে মেখে নিন। ছানা থেকে তেল বেরিয়ে এলে বুঝতে হবে ছানা মাখা হয়ে গেছে। এবার মাখা ছানা থেকে ছোট ছোট রসগোল্লা আকারে গড়ে নিন। একটি পাত্রে তিন কাপ পানি ও গুড় দিয়ে ফুটতে দিন। রস ফুটে উঠলে রসগোল্লা দিতে হবে ১৫ মিনিট চুলার আঁচ বাড়িয়ে জ্বালাতে হবে। এরপর আঁচ কমিয়ে রান্না করতে হবে আরো দশ মিনিট। রসসহ বড় বাটিতে ঢেলে এবার ঠাণ্ডা হয়ে সেট হতে দিন আট থেকে নয় ঘণ্টা। তৈরি হয়ে গেল আপনার দারুণ মজার খেজুর গুড়ের রসগোল্লা।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি