বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে নাজিমুদ্দিন আলম
প্রকাশিত : ২১:১৮, ৯ জানুয়ারি ২০২৬
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এতে আরও বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।
এর আগে গত ৬ জানুয়ারি তারেক রহমানের নিরপাত্তা টিমের পরিচালক হিসেবে মেজর (অব.) মো. শাফাওয়াতউল্লাহ ও পরিচাল (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসে এবং পরিচাল (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণীউল আজমকে নিযুক্ত করা হয়।
এদিকে, গত ৩ জানুয়ারি তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। একইসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমআর//
আরও পড়ুন










