ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির প্রতিনিধি দলকে ডেকেছে ডিএমপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকায় সমাবেশের স্থান বরাদ্দ নিয়ে কথা বলার জন্য বিএনপির প্রতিনিধি দলকে ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় তাদেরকে যেতে বলা হয়েছে।

ঢাকায় সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তার ছিলো বিএনপি। তাই আলোচনার জন্য কমিশনারের কার্যালয়ে ডাক পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনারের কার্যালয়ে যাবেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ও বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের প্রতিবাদে প্রতি বছর এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এবার সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পেয়ে দলটি নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি