ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির প্রস্তাব নির্বাচনী রোড ব্লক করার : তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:২৬, ১৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দেওয়া বিএনপির ২০ দফা প্রস্তাব নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের জন্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনি বলেছেন, তাদের প্রস্তাবগুলো নির্বাচনী রোড ব্লক (বাধাগ্রস্থ) করার প্রস্তাব। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন কমিশনে যে ২০ দফা প্রস্তাব দিয়েছে, সেটা নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নের জন্য নয়, রোড ব্লক করার জন্য। তাদের প্রস্তাবগুলো হলো অযৌক্তিক ও অস্বাভাবিক। এগুলোর বেশির ভাগ প্রস্তাব আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) পরিপন্থী ও নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে। সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে বিএনপির প্রস্তাব অযৌক্তিক প্রস্তাব বলেও মন্তব্য করেন তিনি।

জাসদ একাংশের সভাপতি আরও বলেন, বিএনপির প্রস্তাবের মধ্য দিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চক্রান্ত হয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীকে নির্বাচনে হালাল করারও চক্রান্ত করেছে দলটি।

নির্বাচনের সময় সংসদ বহাল রাখার পরিপ্রেক্ষিতে ইনু বলেন, সংসদ না থাকলে নির্বাচনের সময় বাংলাদেশে বহিঃশত্রু আক্রমণ করলে প্রতিরোধমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ থাকবে না। এ কারণেই আমাদের সংসদ বহাল রাখতে হবে। আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য এই ধারা নয়, এটি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

হাসানুল হক বলেন, বিএনপি নির্বাচনের লক্ষ্যে স্থির নয়, সিদ্ধান্তহীনতায় ভুগছে। এজন্য তারা নির্বাচনকালীন সরকার, নির্বাচনের পদ্ধতি নিয়ে কথা বলে বিষয়টা ঝুলিয়ে রাখতে চাইছে। এজন্য বিভিন্ন সময়ে তারা কথা পাল্টায়।

 

/আর/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি