বিকাশের ১০ বছর পূর্তিতে ৮ হাজার টাকা বোনাস, যা জানা গেল
প্রকাশিত : ১১:৪৭, ২৬ এপ্রিল ২০২৫

সম্প্রতি মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ১০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবাইকে ৮০০০ টাকা বোনাস প্রদান করা হচ্ছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিকাশের ১০ বছর পূর্তিতে বিকাশের পক্ষ থেকে সবাইকে ৮ হাজার টাকা করে বোনাস দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি। বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা লিঙ্কগুলো পর্যবেক্ষণ করলে বিকাশের ডোমেইন লক্ষ্য করা যায়। উক্ত ওয়েবসাইটে প্রবেশের শুরুতে পেজের ভেতরে “বিকাশ-এর ১০ বছর পূর্তিতে পাচ্ছেন ৮,০০০ টাকার নিশ্চিত বোনাস! এখনই ফর্ম পূরণ করুন এবং পেয়ে যান এই আনন্দঘন পুরস্কার। শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য।”
শীর্ষক ঘোষণাটি লক্ষ্য করে রিউমর স্ক্যানার। একটু নিচে স্ক্রল করলেই টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়।
নতুন পেজের শুরুতেই লেখা থাকে ‘অভিনন্দন, প্রিয় গ্রাহক! আপনি টাকা বোনাস পেয়েছেন। আপনি যে বিকাশে বোনাসের টাকা নিতে চান, নিচে সেই বিকাশ নম্বর এবং অন্যান্য তথ্য সঠিকভাবে দিন। আপনার বিকাশ নম্বর অথবা পিন ভুল হলে আপনি বোনাস পাবেন না।’।
তদন্তের অংশ হিসেবে একটি ভুয়া নম্বর ও পিন ব্যবহার করে পরবর্তী ধাপে গেলে, এটি ‘Jamal Enterprise’ নামে একটি বিকাশ মার্চেন্ট পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায়। অর্থাৎ, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত পিন নম্বর সংগ্রহ করা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে।
অতঃপর, বিকাশ এমন কোনো বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, ১০ বছর পূর্তি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য ৮০০০ টাকা প্রদানের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিকাশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার প্রতিনিধি আয়মান জানান, ‘এই তথ্য সঠিক নয়, এমন ভুল তথ্য দেখে কোন রকম লেনদেন না করার অনুরোধ করছি। অনুগ্রহ করে এ ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না। আপনি আপনার একাউন্টের পিন, ওটিপি এবং লেনদেনের কোন তথ্য কারো সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার একাউন্ট নিরাপদ থাকবে।’
সুতরাং, বিকাশের ১০ বছর পূর্তিতে বিকাশের পক্ষ থেকে সবাইকে ৮ হাজার টাকা করে বোনাস দেওয়ার তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
এএইচ