ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারকে মওদুদ

বিচার বিভাগে হাত দিলে পুড়ে যাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবেন না, করতে চাইলেও পারবেন না। অতীতেও কেউ পারেনি। এখানে হাত দিলে হাত পুড়ে যাবে।

জাতীয় প্রেস ক্লাবে শনিবার নাগরিক ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রীর করা মন্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, সরকারের সিনিয়র এক মন্ত্রী বলেছেন- যতবার ষোড়শ সংশোধনী বাতিল করা হবে ততবার এটা সংসদে পাশ করবো। এটা খুবই ভয়ঙ্কর কথা। এর মাধ্যমে প্রমাণ হয়-সুপ্রিম কোর্টের ওপর সরকারের আস্থা নেই। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।

সভায় আরও ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের অধ্যাপক ড. হাসান তালুকদার প্রমুখ।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি