বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেডের নেতৃত্বে ত্রপা মজুমদার
প্রকাশিত : ২২:৪১, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৩২, ২১ অক্টোবর ২০২৫

স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেড এর পরিচালনা পর্ষদের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ত্রপা মজুমদার। মঙ্গলবার (২১ অক্টোবার) বিজ্ঞাপনী সংস্থাটি তাদের অফিসিয়াল ফেইজবুক পেইজে ত্রপা মজুমদারকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন।
ফেইজবুক পোস্টে বলা হয়, আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক ত্রপা মজুমদার এক্সপ্রেশানস্ লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
পোস্টে আরও বলা হয়, যে প্রতিষ্ঠানের হাত ধরে বিজ্ঞাপন জগতে তার হাতেখড়ি, আজকে সেই প্রতিষ্ঠানেরই শীর্ষ নেতৃত্বে তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কাজের প্রতিটি ধাপে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, সৃষ্টিশীলতা, সাংস্কৃতিক মমত্ববোধ ও গতিশীল নেতৃত্ব দিয়ে তিনি এক্সপ্রেশানস্ লিমিটেডকে নিয়ে যাবেন সাফল্যের পরবর্তী অধ্যায়ে।
শেষে এক্সপ্রেশানস্ লিমিটেড পরিবাবারের পক্ষ থেকে এপা মজুমদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।
এমআর//