ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রসিক নির্বাচন

বিদ্যালয়ের গণ্ডি পার করেননি ৩৭ % প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট  অনুষ্ঠিত হতে যাচ্ছে  আগামী ২১ ডিসেম্বর। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২৮৪ জন প্রার্থী। এর মধ্যে ৩৭ দশমিক ৩২ শতাংশ প্রার্থী মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করতে পারেন নি। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়নের রসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের তথ্য উপস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এসব তথ্য জানায়।

সুজনের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, মোট ২৮৪ জন প্রার্থীর মধ্যে শিক্ষাগত ১৬৭ জনেরই যোগ্যতা এসএসসি বা তার নীচে।  স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীর সংখ্যা মাত্র ৬১ জন (২১.৪৭%)।

পাশাপাশি ১০৬ জন (৩৭.৩২% ) প্রার্থী মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করেননি। যে ৫ জন প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি, তাদেরসহ হিসাব করলে মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরুনো প্রার্থীর শতকরা হার দাঁড়ায় ৩৯.০৮% (১১১ জন)।

অপরদিকে ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে ২ জনের (২৮.৫৭%) শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, ৩ জনের (৪২.৮৫%) স্নাতক এবং ২ জনের (২৮.৫৭%) এইচএসসি।  মো. আব্দুল কুদ্দুছ ও এটিএম গোলাম মোস্তফা স্নাতকোত্তর; মো. কাওছার জামান, মো. মোস্তাফিজার রহমান ও সরফুদ্দীন আহম্মেদ স্নাতক এবং মো. সেলিম আখতার ও হোসেন মকবুল শাহরিয়ার এইচএসসি পাস।

মোট ৩৩ টি সাধারণ ওয়ার্ডের ২১২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৮১ জনের (৩৮.২০%) শিক্ষাগত যোগ্যতা এসএসসি`র নীচে, ৪৪ জনের (২০.৭৫%) এসএসসি এবং ৪১ (১৯.৩৩%) জনের এইচএসসি। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ৩২ (১৫.০৯%) ও ১০ জন (৪.৭১%)। ৪ জন (১.৮৮%) সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি।

এছাড়া মোট ১১টি সংরক্ষিত ওয়ার্ডের ৬৫ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে এসএসসি`র কম শিক্ষাগত যোগ্যতা ২৫ জন (৩৮.৪৬%)। ১৭ জনের (২৬.১৫%) শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং ৮ জনের (১২.৩০%) এইচএসসি।  স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ৮ (১২.৩০%) ও ৬ জন (৯.২৩%)। ১ জন (১.৫৩%) সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ করেননি।   

সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সম্পাদক বদিউল আলম মজুমদার , সাংবাদিক ও কলামিস্ট  আবুল মকসুদ, সহ-সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

 

টিআর/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি