ঢাকা, বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫

বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:১০, ২৫ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করে তিনি সংবর্ধনাস্থলের দিকে রওয়ানা দিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। 

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

এর পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে করে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত; সেখানে যাচ্ছেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

বুলেট প্রুফ বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমানকে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাতে দেখা যাচ্ছে।

বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে এবং সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা আছে। 

অপরদিকে, বিমানবন্দরে বহু মানুষ, বিএনপির নেতা-কর্মী এবং উপস্থিত সমর্থকরা তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এছাড়া বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা রাস্তার দু’পাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি