ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিশ্ব সিওপিডি দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ বুধবার বিশ্ব সিওপিডি দিবস (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)। এ রোগের বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মত সারা দেশে এ দিবস পালন করা হবে। একই সঙ্গে সারা বিশ্বে এ দিবস পালিত হবে।
এ উপলক্ষ্যে রাজধানীতে অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ নিজ কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করেছে। আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিবেন। ধূমপানমুক্ত জীবন-নির্মল বাতাস-নিরোগ ফুসফুসের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া মানুষদের নিয়েই এই সেমিনারের আয়োজন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে চল্লিশোর্ধ্ব বয়সের মানুষের ২১ শতাংশই ভুগছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভূগছে (সিওপিডিতে)। যাদের ৬২ শতাংশই ধূমপায়ী। বর্তমানে এ রোগীর সংখ্যা ৭০ লাখ। সিওপিডিতে রোগে বছরে মারা যায় ৬৩ হাজার জন। এ রোগসহ শ্বাসকষ্ট জনিত নানা রোগের প্রধান কারণ ধূমপান আর বায়ুদূষণ। এর প্রভাবে দেশে মানুষের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ বাস্তবতায় এ বিষয়ে সচেতনতা তামাক চাষ বন্ধে এবং পরিবেশ দূষণ রোধে সরকারি হস্তক্ষেপ নিতে হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি