ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

বিশ্বে প্রতি ৭৭ জনের মধ্যে একজন শরণার্থী

রিয়াজ সুমন

প্রকাশিত : ০৮:৪৬, ২০ জুন ২০২৩

আজ বিশ্ব শরণার্থী দিবস। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৭৭ জনের মধ্যে একজন শরণার্থী, যা ইতোমধ্যে ১০ কোটি ছাড়িয়েছে। গবেষকরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় নিজ দেশে ফিরতে চায় না এসব মানুষ। এমন প্রেক্ষাপটে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। 

যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, দারিদ্র্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্য সংকট; এসব ইস্যুতে বিশ্বজুড়েই অস্থিরতা। ফলে দিনদিন বাড়ছে শরণার্থীর সংখ্যা। বর্তমানে এর বড় নিয়ামক ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। 

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মতে, এই যুদ্ধের ফলে বিশ্বে শরণার্থীর সংখ্যা ইতোমধ্যে ১০ কোটি ছাড়িয়ে গেছে।

সারাবিশ্বের ৬৯ শতাংশ শরণার্থী এসেছে পাঁচটি দেশ থেকে। এর মধ্যে সিরিয়া থেকে ৬ দশমিক ৮ মিলিয়ন, ভেনেজুয়েলার ৪ দশমিক ৬, আফগানিস্তানের ২ দশমিক ৭, দক্ষিন সুদানের ২ দশমিক ৪ এবং মিয়ানমারের ১ দশমিক ২ মিলিয়ন।  

শরণার্থীরা নিজ দেশে ফিরতে চাইলেও চলাচলে নিরাপত্তা, নাগরিকত্ব পুনরুদ্ধার, আবাসন, জীবিকার সুযোগসহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় প্রত্যাবাসন করা যাচ্ছে না। 

বিশেষজ্ঞরা বলছেন, শরণার্থীদের আপন ঠিকানায় প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক যোগাযোগ ও বিশ্ব সমর্থন জোরদার করতে হবে।

শরণার্থীদের কর্ম-দক্ষতা অর্জনের লক্ষ্যে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতেরও তাগিদ বিশেষজ্ঞদের। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি