ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নতুন গবেষণা

বিষণ্ণতায় বাড়ছে নারীদের মৃত্যুঝুঁকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

হতাশা  ও বিষণ্ণতার ফলে নারীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, টানা বেশ কয়েক বছর বিষণ্ণতায় ভোগার ফলে নারীদের মানসিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে তাঁদের মৃত্যুর ঝুঁকি ক্রমশ বাড়ছে।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ অটোয়ার গবেষক ইয়ান কলম্যান জানান, সম্প্রতি কয়েক বছর ধরে নারীদের মৃত্যুর কারণ নিয়ে সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ নারীরই মৃত্যু হয়েছে বিষণ্ণতার কারণে। বাড়ি এবং কর্মস্থলের পরিবেশ প্রতিকূল হওয়ায় এবং সব দায়িত্ব নিজের উপর থাকায় তারা ক্রমশ হতাশা এবং বিষণ্ণতায় ভোগেন। এর ফলেই তারা তাড়াতাড়ি মৃত্যুর দিকে দাবিত হচ্ছে ।

সমীক্ষায় দেখা গেছে, ২৫ থেকে ৬০ বছর বয়সের নারীরা বেশি বিষণ্ণতায় ভোগেন। এর ফলে তাঁদের জীবন থেকে ১০ থেকে ১২ বছর আয়ু কমে যায়।  হতাশা, বিষণ্ণতার পাশাপাশি অস্বাস্থ্যকর ডায়েট, শরীরচর্চার অভাব, ধূমপান, মদ্যপান, নেশায় আসক্ত হয়ে পড়ার মতো লক্ষণ দেখা দেয়। সূত্র: জি নিউজ

এম / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি