ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ব্রণের দাগ দূর হবে টমেটোর গুণেই! কী ভাবে ব্যবহার করবেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২০ জুন ২০২৩ | আপডেট: ১১:১৮, ২০ জুন ২০২৩

টমেটো যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমন ত্বকের যত্নেও কিন্তু ম্যাজিকের মতো কাজ করে! টোমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বকের নানা সমস্যার সমাধানও করে। মুখের তৈলাক্ত ভাব, ট্যান, মৃত কোষ অপসারণে সাহায্য করে টমেটো।

টমেটোতে থাকে লাইকোপিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের প্রদাহ কমায় এবং ব্রণ প্রতিরোধ করে। টমেটো অ্যাসিডিক প্রকৃতির হওয়ার কারণে ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে পারে। ব্রণ ও ব্রণের দাগ হালকা করতেও টমেটোর জুড়ি মেলা ভার! দেখে নিন, ব্রণের দাগ হালকা করতে টমেটোর কিছু ফেস প্যাক।

টমেটো এবং মধুর ফেস প্যাক: একটা পাকা টমেটো মিক্সিতে পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু। পুরো মুখে এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

টমেটো এবং অ্যালোভেরা ফেস প্যাক: টমেটো এবং টাটকা অ্যালোভেরা জেল একসঙ্গে মিক্সিতে বেটে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

টমেটো এবং পাতিলেবুর ফেস প্যাক: টমেটো ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পিষে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করবেন। এই পেস্টে মেশান ১ টেবিল চামচ পাতিলেবুর রস। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন প্যাকটি। তারপর মুখ ধুয়ে ফেলুন।

টমেটো এবং পেঁপের ফেস প্যাক: টমেটো এবং পাকা পেঁপে মিক্সিতে পেস্ট করে নিন। একেবারে মিহি করে পেস্ট করবেন। পুরো মুখে সমান ভাবে লাগান এই পেস্ট। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

টমেটো এবং মুলতানি মাটির ফেস প্যাক টমেটোর রস বার করে নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ মুলতানি মাটি। মুখে এই প্যাকটি লাগিয়ে শুকোতে দিন। তারপর ধুয়ে ফেলুন। এর পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।

সূত্র: বোল্ডস্কাই

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি