ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ কাদেরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২০:০৯, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপদূতাবাস আয়োজিত বিজয় উৎসবের সমাপনী দিনে অতিথি হিসেবে যোগ দিতে সন্ধ্যা ৭টায় ঢাকা ত্যাগ করেছেন। বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম থাকায় তখন যেতে পারেননি তিনি।

১৫ বিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব চলছে। ২০১৫ সাল থেকে এ আয়োজন করছে পশ্চিমবঙ্গের বাংলাদেশি উপদূতাবাস। একই অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের সাথে পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপধ্যায় উপস্থিত থাকার কথা রয়েছে।

 

 

এএ/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি