ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভেজা চুলে ঘুমিয়ে পড়লে ৪ ক্ষতি হয়

প্রকাশিত : ১৪:২১, ১৯ মার্চ ২০১৯

এমনটা প্রায়ই হয়। রাতে বাড়ি ফিরে গোসল সেরে আর চুল শুকাতে ইচ্ছে করে না। ভেজা চুলেই শুয়ে পড়েন। আর এই অভ্যাসটা চলছে দিনের পর দিন। মাঝে মধ্য়ে অবশ্য সর্দি-কাশি হয়। তবে তাকে বিশেষ পাত্তা আপনি দেন না। ভুল করছেন। দেখে নিন কোন কোন সমস্যা দেখা দিতে পারে-

চুল পড়া

চুলের গোড়া ভেজা থাকলে তা ভঙ্গুর হয়ে পড়ে। আর সেই ভেজা চুল যদি বার বার বালিশে ঘষা খায় তাহলে বাড়বে চুল পড়ার সমস্যা।

চুল স্টাইলিংয়ের সময়ে সমস্যা

ভেজা চুলে শুয়ে পড়লে পরে চুলে স্টাইলিং করতে খুবই অসুবিধা হয়। তাই ভেজা চুল ভালো করে শুকিয়ে, তারপর আঁচড়ে নিয়ে তবেই শুতে যান।

ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত

ভেজা অথচ উষ্ণ জায়গায় ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে। আপনি ভেজা চুলে শুলে বালিশে ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত হয়। এর থেকে ছড়ায় নানা অসুখ।

খুশকির সমস্যা

ভেজা চুলে বেশিক্ষণ থাকলে চুলের ময়শ্চার কমে যায়। স্ক্যাল্পেও তৈরি হয় ব্যাকটেরিয়া। বাড়ে খুশকির সমস্যা।

সূত্র: এই সময়

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি