ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম পদ্ধতি বাতিলের দাবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৯:২৭, ২৩ মে ২০১৭


ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম পদ্ধতি বাতিলের দাবী জানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা আরো বলেন, বেপরোয়া গাড়ীর মতোই বিএনপি, যখন তখন দুর্ঘটনা ঘটাতে পারে। 
রাজধানীর কুর্মিটোলায় বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবাইকে আইন মেনে যানবাহন চালানোর আহবান জানান তিনি। কথা বলেন, রাজধানীর সৌন্দর্য্য বর্ধন নিয়েও।
প্রধানমন্ত্রীর সৌদীআরব সফর নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনারও জবাব দেন ওবায়দুল কাদের।

এদিকে কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ভুয়া ভোটার বাতিল ও ভোট কারচুপির পথ বন্ধ হওয়ায় বিএনপি ইভিএম পদ্ধতিতে যেতে চায়না বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলেও মন্তব্য করেন হানিফ ।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি