ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোটে কোনো অনিয়ম হচ্ছে না: এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩০, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ভোটে কোনো অনিয়ম হচ্ছে না বলে জানিয়েছেন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই ও দলের ভাইস চেয়ারম্যান জি এম কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা প্রমুখ। 

এরশাদ বলেন, এই নির্বাচন কমিশনের জন্য একটা পরীক্ষা। তাই নিজেদেরকে প্রমাণ করার জন্যই এই নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন তিনি। আজকের নির্বাচনের প্রভাব সারা দেশেই আগামী নির্বাচনে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির এ চেয়ারম্যান।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটে নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ভোট শেষে কেন্দ্র থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে তিনি জয়ের ব্যাপারে তাঁর আশার কথা বলেন। তিনি নির্বাচনে কোনো কারচুপির আশঙ্কা করছেন না।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারই প্রথম এ সিটিতে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি