ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে সিএনজি ও মোটরসাইকেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

আগামীকালে মঙ্গলবার (৬ মে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারবে। শুধু এদিনের জন্য সকাল সাতটা থেকে দুপুর একটা পর্য ন্ত এসব যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া সোমবার বিকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল সকাল সাড়ে ১০টায় দেশে ফিরছেন। বিমানবন্দর সড়কে ব্যাপক জনসমাগমের সম্ভাবনায় মঙ্গলবারের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওই সুবিধা দেওয়া হয়েছে।

এদিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবনে যাবেন। তাকে সংবর্ধনা জানাতে দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত।

রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনায় ঢাকা মহানগর এলাকায় বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনার মধ্যে রয়েছে সেনানিবাসের কিছু নির্দিষ্ট সড়কে ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানচলাচলের অনুমতি।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেনানিবাসের নির্দিষ্ট রাস্তাগুলোতে হালকা যান চলাচল করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা ও লেন মেনে সিএনজি ও মোটরসাইকেল চলাচলের সুযোগ রাখা হয়েছে। জানা গেছে, সকাল সাতটা থেকে দুপুর একটা পর‌্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই দুই যান চলতে পারবে।

ডিএমপির অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে- রেলপথ ব্যবহারের পরামর্শ। এয়ারপোর্ট, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে অতিরিক্ত থামার ব্যবস্থা ছাড়াও একটি শাটল ট্রেন চালু করা হবে।

পরীক্ষার্থী, হজযাত্রী ও বিদেশগামীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানায় ডিএমপি।

অভ্যর্থনায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মোটরসাইকেল, লাঠি বা ব্যাগ বহন না করার অনুরোধ জানানো হয়েছে। তারা কোনো অবস্থাতেই যানবাহন নিয়ে মূল গাড়িবহরে অংশ নিতে পারবেন না।

খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানায় ডিএমপি।

এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত সড়কে জনসমাগমের কারণে যানজট এড়াতে নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে বনানী, গুলশান ও উত্তরা এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য বিকল্প সড়কের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি