ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

কালের কণ্ঠে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

ডিজিটাল সাংবাদিকতায় কর্মীদের আরো দক্ষ করে গড়ে তুলতে দৈনিক কালের কণ্ঠের ডিজিটাল বিভাগের আয়োজনে, সোশ্যাল মিডিয়াবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ মে) এই কর্মশালায় অংশ নেন দৈনিক কালের কণ্ঠ অনলাইন ও ডিজিটাল বিভাগের অর্ধশত সংবাদকর্মী।

কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সময় টেলিভিশনের ব্রডকাস্ট হেড সালাউদ্দিন সেলিম।

কর্মশালায় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের বিভিন্ন টুলস এবং কৌশল নিয়ে আলোচনা করেন সালাউদ্দিন সেলিম। এ ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারে গণমাধ্যমের সচেতনতার বিষয়টি তুলে ধরেন তিনি। এ সময় তিনি কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশিক্ষণ একটি অসমাপ্ত বিষয়। নিত্যনতুন সোশ্যাল মিডিয়া উন্নতি করছে আবার জানার জায়গাও বাড়ছে, একই সঙ্গে ঝুঁকি-প্রতিযোগিতাও বাড়ছে। সুতারং এ ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল ও নৈতকতার ব্যাপারটার কথা মনে রাখতে হবে।

তিনি আরো বলেন, ডিজিটাল মিডিয়া এমন একটি জায়গা, যেখান থেকে আমরা তাৎক্ষণিক পাঠক ও দর্শকের প্রতিক্রিয়া জানতে পারি। তাদের মতামত সম্পর্কে ধারণা নিতে পারি। ডিজিটালের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। এখানে যদি চেষ্টা, সদিচ্ছা ও প্রত্যয় থাকে, তাহলে আমরা সফল হতে পারব।

বর্তমান সময়ের সঙ্গে টিকে থাকতে হলে গণমাধ্যমকর্মীদের ডিজিটাল স্কিল অর্জনের কোনো বিকল্প নেই উল্লেখ করে নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান যে অবস্থান, এটি ১০-১২ বছর আগেও আমরা উপলব্ধি করিনি। এখন যে অবস্থা, এই ফেসবুক-ইউটিউবের ওপর অনেক মিডিয়া নির্ভর করছে। কর্মশালায় অর্জিত বিষয়গুলো কর্মক্ষেত্রে প্রয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি