ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাব: তাসনিম জারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখায় আপিল করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রী।

তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা হলো আমি যেন নির্বাচনে অংশ নিই। জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব। আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে ফিরতে চাই।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে তিনি জানান, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি এবং দুজনের স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা আপিল করতে পারবেন। সে অনুযায়ী সোমবার থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল গ্রহণ করা হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি