ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মরা গাঙে জোয়ার আসে না : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫১, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মরা গাঙে যেমন জোয়ার আসে না, তেমনি বিএনপির আন্দোলনেও জোয়ার আসবে না।’

তিনি আজ কুমিল্লার ইলিয়টগঞ্জে পথসভায় এমন মন্তব্য করেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা দলের জন্য কাজ করবে, তাদের আগামী নির্বাচনে মূল্যায়ন করা হবে। দলের সবার কাজকর্মের তথ্য, দলীয় সভানেত্রীর কাছে রয়েছে। কোনো ধরণের কোন্দলে না জড়াতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা নিজ দলের নেতাদের বিরুদ্ধে চা দোকানে বসে সমালোচনা করেন তারা মনোনয়ন পাবেন না। প্রার্থী হতে চান প্রার্থী হবেন। কিন্তু যারা বিএনপি-জামায়াতের অপকর্ম তুলে ধরবেন না তারা মনোনয়ন পাবেন না।

উল্লেখ্য, বিমান, ট্রেনের পর এবার সড়কপথে নির্বাচনী সফর শুরু করেছে আওয়ামী লীগ। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্য এ সফর শুরু করে দলটি। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় এ যাত্রা শুরু হয়।

ঢাকা থেকে কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাচ্ছেন তারা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি