ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারের মিত্র দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ার তাগিদ ফখরুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক বাড়িয়ে রোহিঙ্গা সমস্যা সামধানে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   


বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার সময় আজ শনিবার সকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ সফরে সাবেক প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিএনপির মহাসচিব আরো জানান, চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকবে। এই ব্যাপারে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, পুলিশের মহাপরিদর্শক আমাদের আশ্বস্ত করেছেন যে, তাঁরা চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং পথে সব ধরনের সহয়োগিতা করবেন।
২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোজ নতুন করে বাংলাদেশ সীমান্তে এসে ভিড় করছে রোহিঙ্গা সদস্যরা। এ ঘটনাকে ‘জাতিগত নিধনের ধ্রুপদি’ উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি