ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় গণহত্যা চুকনগরে (ভিডিও)

মহেন্দ্রনাথ সেন, খুলনা থেকে

প্রকাশিত : ১২:৪৭, ২০ মে ২০২৩

মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় গণহত্যা ঘটে ১৯৭১ সালের ২০ মে খুলনার চুকনগরে। অন্তত ১০ হাজার বাঙালিকে গুলি করে হত্যার সেই স্মৃতি সংরক্ষণে বধ্যভূমি কমপ্লেক্স নির্মিত হয়নি আজও। পূর্ণাঙ্গতা পায়নি ২০০৬ সালে নির্মিত চুকনগর গণহত্যা স্মৃতিস্তম্ভও।

১৯৭১ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জড়ো হতে থাকে চুকনগরের ভদ্রা নদীর পাড়ে। ভারতে আশ্রয় নিতে ভদ্রা নদীর পাড়ে জড়ো হয়েছিলেন মুক্তিকামী হাজারো বাঙালি। তাদেরকে হত্যা করতে সাতক্ষীরা থেকে ট্রাক-জিপে আসে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি দল। 

২০ মে বেলা ১১টার দিকে পাতখোলা বিলে নেমেই গুলি চালাতে চালাতে চুকনগর বাজারের দিকে এগোয় পাকিস্তানি হানাদাররা। বিকেল তিনটা পর্যন্ত অন্তত ১০ হাজার নিরস্ত্র মানুষকে হত্যা করে তারা। শহীদদের রক্তে লাল হয়ে ওঠে ভদ্র্রা নদীর পানি।
 
প্রত্যক্ষদর্শী এরশাদ আলী মোড়ল বলেন, “গুলির শব্দ শুনে এই অঞ্চলের সব লোক বাড়িছাড়া হয়।”

প্রত্যক্ষদর্শী নিতাই গাইন বলেন, “১০ হাজারের উপর লোক মারা গেছে। গুলি করে তাদেরকে বিলে ফেলে দেয়।”

এটিকে জেনোসাইড আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াতে এই স্মৃতি সংরক্ষণের আহবান গবেষক-সংগঠকদের।


আমরা একাত্তর প্রধান সমন্বয়ক হিলাল  ফয়েজী বলেন, “পৃথিবীর কোথাও এই ৩-৪ ঘণ্টায় এতো লোক হত্যার ঘটনা ঘটেনি। সংখ্যাটা ১০ হাজারেরও বেশি হবে।”

চুকনগর গণহত্যা '৭১ স্মৃতি রক্ষা পরিষদ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বলেন, “হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট- এই বিষয়গুলোকে নিয়ে জেনোসাইড বলা হয়। এর সবকটা আলামত এখানে ঘটে ১৯৭১ সালের ২০ মে।”

ভাস্কর্য, উদ্যান, লাইব্রেরি, অডিটোরিয়াম ও জাদুঘর মিলিয়ে বধ্যভূমি কমপ্লেক্স বাস্তবায়নে সরকার পাঁচ লাখ টাকা বরাদ্দ দিলেও কাজে রয়েছে ধীরগতি। 

ডুমুরিয়া থানা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, “উপজেলা পরিষদের পক্ষ থেকে এই স্মৃতি রক্ষার্থে কার্যক্রম চলমান রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছি যাতে এখানে জাতীয়ভাবে কমপ্লেক্স তৈরি করা হয়।”

চুকনগর জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি