ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মুজিব সরকার উৎখাতে পাকিস্তানের সাহায্য চেয়েছিল আব্দুল হক (ভিডিও)

মানিক শিকদার

প্রকাশিত : ১২:২২, ১২ আগস্ট ২০২২

শেখ মুজিব সরকারকে উৎখাত করতে ১৯৭৩ সালে পাকিস্তানের কাছে অস্ত্র ও অর্থ চেয়েছিল উগ্রবাম নেতা আব্দুল হক। এসময় বাংলাদেশে মুসলিম বাংলা স্থাপনের কার্যক্রম চালায় জামায়াতে ইসলামী। সিআই-এর অবমুক্ত করা দলিলে এসব তথ্য উঠে এসেছে।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশ পূর্নগঠনে ব্যস্ত তখনও চলছিল বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র। 

মুজিব সরকার উৎখাত করতে ১৯৭৩ সালে অস্ত্র ও অর্থ চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোকে চিঠি লেখেন উগ্রবাম নেতা আব্দুল হক। 

জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, পিডিবি পাকিস্তানের সমর্থনে মুসলিম বাংলা স্থাপনের জন্য কার্যক্রম চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর কিছু অবমুক্ত করা দলিলে এসব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

নতুন সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টায় রত বিভিন্নমুখী উপদলীয় প্রতিযোগীতা মোকাবিলা করতে হবে তাঁকে। 

২ নভেম্বর ১৯৭৩ সালের বার্তায় জানানো হয়; সরকার অদক্ষতা, দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখলেও কিছু বিরোধী গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

সিরাজ সিকদার ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা কায়েমের’ জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দেয়। 

সিআইএর প্রকাশিত তথ্যে বলা হয়---

১৯৭২ থেকে এই সংগঠন সরকারবিরোধী সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত আছে। সাম্প্রতিক মাসগুলোতে দলটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মফস্বল এলাকায় ব্যাপক ভিত্তিতে গেড়িলা কার্যক্রম চালিয়ে আসছে।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি