ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যেভাবে সাজাবেন বুক শেলফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২ নভেম্বর ২০১৮

বই নেই এমন বাড়ি মেলা ভার৷ সব বই পড়া নেই, অথচ বই কেনা থেমে আছে এমন মানুষও খুঁজে পাওয়া মুশকিল৷ কিন্তু এত বই রাখবেন কোথায়?

এর উত্তর, জামা-কাপড় রাখার স্টোরেজ যেমন ক্যাবিনেট বা আলমারি, তেমনই বইয়ের স্টোরেজ হল বুক শেলফ৷ তবে পছন্দ হল আর বুক শেলফ কিনে নিলাম তা নয়৷ বুক শেলফ দিয়ে ঘর সাজাবেন নাকি সেটা ঘরের অন্য আসবাবের সঙ্গে সাযুজ্য রাখবেন সেটা আগে দেখে নিতে হবে৷ কিন্তু বুক শেলফ যেমনই হোক, এই শেলফে বই সাজানো আর তার যত্ন নেওয়ার ব্যাপারটা কিন্তু তার ডিজাইনের উপর নির্ভর করছে না৷

আসলে বই সাজানো ও তার যত্নের উপর আপনার ঘরের সৌন্দর্য নির্ভর করে৷ এবার শুরু করা যাক বই সাজানো দিয়ে৷ বুক শেলফে এমনভাবে বই সাজাবেন যাতে যে কোনও বই খুব সহজেই আপনি খুঁজে পেতে পারেন৷ এর জন্য প্রথমেই আপনার বুক শেলফে যত বই রয়েছে সব নামিয়ে ফেলুন৷ এরপর বেছে ফেলুন সেই বইগুলো৷ মানে, যেগুলো আপনার খুব নিকটবর্তী সময় আর প্রয়োজন নেই৷ ভালো করে সেগুলো একটা বক্স-এর মধ্যে প্যাক করে রাখুন৷ হয়তো এমন বক্স সংখ্যায় তিন চারটা হবে৷

সেই বইগুলো আর শেলফে থাকবে না৷ এর বাইরেও এমন অনেক বই আছে যেগুলো আপনার প্রয়োজন নেই৷ সেগুলো আলাদা করে কাউকে দিয়ে দিতে পারেন৷ এর ফলে দেখবেন আপনার বুক শেলফে বইয়ের সংখ্যা বেশ সীমিত হয়ে পড়ছে৷ আর অল্প সংখ্যক বই গুছিয়ে ফেলা খুবি সহজ৷

এরপর আসা যাক অন্য প্রসঙ্গে৷ লেখক, বিষয় বা বইয়ের নামের আদ্যক্ষর যা মিলিয়ে একটা তাকে আপনার পছন্দ মতো বইগুলো সাজিয়ে ফেলুন৷ এরপর যেটা মাথায় রাখবেন সেটা বইয়ের উচ্চতা বা বইয়ের প্রচ্ছদের রঙ৷ এর মাঝে একটা ভাগ করতে পারেন পড়া হয়েছে এমন বই আর পড়া হয়নি এমন বই৷

এভাবে ক্যাটাগরাইজ করে বইগুলো সাজিয়ে দিন বুক শেলফে৷ ভারি বই তাকের তলার দিকে রাখুন৷ খেয়াল রাখবেন বইয়ের স্পাইন যেন বাইরের দিকে থাকে৷ এবার সাজানো তো হল৷ তবে গোটাটাই যদি বই জায়গা করে নেয় সেটা অনেকটা ম্যারম্যারে লাগতে পারে৷ তাই বুক শেলফের কাছাকাছি রাখুন বাহারি টেবল ল্যাম্প বা বাহারি ইন্ডোরপ্ল্যান্ট৷ সবটা মিলিয়ে হয়ে উঠবে আকর্ষণীয়৷ তবে খেয়াল রাখবেন এই ধরনের সাজগোজে কিন্তু যত্ন নিত্যদিনের প্রয়োজন হয়৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি