ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সাথে অমানবিক আচরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৩:৫১, ২৪ মে ২০১৭

ওষুধ কিনতে না পারায় মিলে না চিকিৎসা। বিনা চিকিৎসায় হাসপাতালের সামনে পড়ে থাকলেও দেখার যেনো কেউ নেই। রোগীদের সাথে অমানবিক এ’সব আচরণ করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এমন অবস্থায় কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
পঞ্চগড়ের হতদরিদ্র কৃষক আশরাফ আলী। পেটে পানি জমে যাওয়ায় ভর্তি হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রোগী দেখে চিকিৎসক ইনজেকশন কিনতে বলেন। ইনজেকশানের দাম সাড়ে ৬ হাজার টাকা হওয়ায়, কিনতে না পেরে ফিরে আসেন তার স্ত্রী। পরে তিনি চিকিৎসকদের অনুরোধ করেন হাসপাতাল থেকে ইনজেকশনের ব্যবস্থা করতে। কিন্তু চিকিৎসকরা ৩ দিন বিনা চিকিৎসায় আশরাফকে ফেলে রাখেন। উপায় না পেয়ে রোগী আশরাফ আলীর স্ত্রী সন্তানকে নিয়ে হাসপাতালের সামনে ভিক্ষা শুরু করেন।
একসময় হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার তাদেরকে সেখান থেকে চলে যেতেও বাধ্য করেন।
চিকিৎসকদের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ হাসপাতালের রোগী ও স্বজনেরা।
এ নিয়ে হাসপাতাল পরিচালকের সাথে কথা বলতে গেলে রাজি হননি তিনি।
দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি