রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে, আশাবাদ সুজনের
প্রকাশিত : ১২:৪২, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৭

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আাশাবাদ ব্যক্ত করেছেন সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়নে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য উপস্থাপনা নিয়ে সংবাদ সস্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বদিউল আলম মজুমদার বলেন, মাঠ পর্যায়ে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। তবে সামনে কি পরিস্থিতি সৃষ্টি হবে এ বিষয়ে কিছু বলতে পারছি না। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পযর্ন্ত আমাদের দৃষ্টিতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ মনে হচ্ছে।
তিনি আরো বলেন, আয়কর বিবরণীতে মেয়র প্রার্থীগণ বাৎসরিক পারিবারিক ব্যয়ের যে বিবরণ দেখিয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া যে পরিমান অর্থ তারা সারা বছরে ব্যয় হিসেবে দেখিয়েছেন তা আদৌ বিশ্বাসযোগ্য না।
এ সময় নির্বাচনী আইনি কাঠামোর সংস্কার, না ভোটের বিধান চালু, অনলাইনে মনোনয়নপত্র জমা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আচরণবিধি ও আয়-ব্যয় খুটিয়ে দেখার পরামর্শ দেন তিনি।
সংবাদ সস্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সাংবাদিক ও কলামিস্ট আবুল মকসুদ, সহ-সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
টিআর/এমআর
আরও পড়ুন