ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ২৮ এপ্রিল ২০১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আট লাখ ২৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে দুই হাজার ৪২৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২৮টি গাড়ি ডাম্পিং ৩৪৪টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৩১টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৪টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এসময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৬৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৩৬টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১০টি ভিডিও মামলা ও সরাসরি ২০টি মামলা দেওয়া হয়েছে।

শুক্রবার দিনভর এই অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। বাসস

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি