ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

প্রকাশিত : ১১:৩৭, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত একজনের নাম বিল্লাল (৩৪)। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায় নি বলে জানিয়েছেন দারুস সালাম থানার ওসি সেলিম-উজ্জামান ।

আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ও যাত্রাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।


দারুস সালাম থানার ওসি সেলিম-উজ্জামান বলেন, বিল্লাল গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়িচাপায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক বিল্লালকে মৃত বলে ঘোষণা করেন। বিল্লাল বসুমতি পরিবহনের লাইনম্যানের কাজ করতেন।

এদিকে যাত্রাবাড়ীতে চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি